
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ডিজিটাল লাইব্রেরি ডাটাবেজ ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
এ সময় উপাচার্য লাইব্রেরির ডিজিটাল ডাটাবেজ ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
এছাড়াও কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার।
কর্মশালায় প্রশিক্ষণ সেশনে গ্রন্থাগার বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিগণ বক্তব্য উপস্থাপন করেন।
বিশ্ববিদ্যালয়ের সিএসই ও আইটি বিভাগের শিক্ষকসহ গ্রন্থাগার অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।