রংপুরে জেএমবির সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের সময় জাপানি নাগরিক হোশিও কুনি হত্যা মামলার আসামীদের প্রশিক্ষকসহ ৪ জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে।
শনিবার মধ্য রাতে সদর উপজেলার চন্দনপাট শাহবাজপুরে একটি পরিত্যক্ত ইটাভাটায় জেএমবি সদস্যরা গোপন বৈঠক করছে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেএমবি সদস্যরা গুলিবর্ষণ করলে পুলিশও পাল্টা গুলি চালায়।
গ্রেফতারকৃতরা হলো রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের পশুয়া টাঙ্গাইলপাড়ার এরশাদ আলম (২৮), বেলাল হোসেন(৪০), আল-আমীন(২০) ও আশরাফুল ইসলাম(২০)।
জাপানি নাগরিক হত্যা মামলার পলাতক আসামি সাদ্দাম হোসেনের সঙ্গে গ্রেফতার হওয়া বেলাল হোসেনের যোগাযোগ রয়েছে। এই বেলাল হোসেনই হোশিও কুনি হত্যা মামলার আসামিদের প্রশিক্ষণ দিয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এতে কয়েকজন জেএমবি পালিয়ে গেলেও চার জেএমবিকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলিসহ দেশি রিভলবার, চারটি ককটেল, বেশকিছু চাপাতি ও চাইনিজ কুড়াল এবং জিহাদী বই উদ্ধার করা হয়েছে।