জানভি কাপুরের ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ দেখে মুগ্ধ হয়েছেন হৃতিক রোশন। বুধবার টুইটারে এই প্রসঙ্গে একটি টুইটও করেছেন তিনি।
টুইটে হৃতিক লিখেছেন, “‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ দেখলাম মাত্র। কী দারুণ সিনেমা। ছবি দেখে কেঁদে ফেলেছি, হেসেও উঠেছি। পুরো টিমকে কুর্নিশ! অসাধারণ।”
ছবি দেখে টুইট করেছেন সিদ্ধার্থ মালহোত্রাও। তিনি লিখেছেন, ‘গুঞ্জন-এর সত্য ঘটনা অবলম্বনে সিনেমা দেখলাম। লক্ষ্য অর্জনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচ্চাকাঙ্ক্ষী নারীর চরিত্রে জানবির অভিনয় ভালো লেগেছে। পঙ্কজ ত্রিপাঠি জি অসাধারণ! বাবা-মেয়ের রসায়ন ভালো লেগেছে! শরণ এর অভিষেক খুব ভালো ছিল। পুরো টিমের প্রতি শ্রদ্ধা।’
ফ্লাইট লেফটেন্যান্ট গুঞ্জন সাক্সেনা ভারতের প্রথম নারী পাইলট, যিনি ১৯৯৯ সালে কারগিলের যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছিলেন। তার জীবন নিয়েই নির্মাণ করা হয়েছে এই ছবি।
১২ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নির্মাতা শরণ শর্মার প্রথম ছবি ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’।
Just watched #GunjanSaxena . What a film . Cried my eyes out and laughed out loud . Entire team take a bow ! OUTSTANDING. 👏
— Hrithik Roshan (@iHrithik) August 12, 2020