জাদুকরের ছোঁয়ায় পূর্ণতা পেলো আধুনিক ফুটবল
এই কান্না আবেগের, এই কান্না ৩৬ বছরের অপেক্ষা অবসানের, এই কান্না প্লেয়ার অব দ্যা ট্যুর্নামেন্ট মেসির বিশ্বকাপ প্রাপ্তির। মন্টিয়েল পেনাল্টি থেকে যখন গোলটি দিলেন মেসির আর্জেন্টিনায় তখন সবে মাত্র বিকেল। সেই বিকেলের সূর্যের আলতো আচে যেন আলোকিত হলো আর্জেন্টিনা সহ পুরো বিশ্ব। এবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।