Site icon চ্যানেল আই অনলাইন

জাতীয় জাদুঘরে সংরক্ষিত হলো নভেরা আহমেদের ভাস্কর্য

বাংলাদেশে আধুনিক ভাস্কর্য শিল্পের পথিকৃৎ নভেরা আহমেদের একটি ভাস্কর্য সংগ্রহ করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। নভেরা আহমেদের ভাস্কর্যের অন্যতম বৈশিষ্ট্য আদি ভারতীয় শিল্পের সরলতার সঙ্গে ইউরোপীয় শিল্পকলার মসৃণতার মিশ্রণ।

নভেরা আহমেদের একটি ভাস্কর্য যা এতোদিন বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজ করপোরেশনের সদর দপ্তরে ছিলো সেটি জাতীয় জাদুঘরে হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ভাস্কর্য শিল্পে নতুন ধারার সূচনা করেছিলেন নভেরা আহমেদ।

বক্তারা আরো বলেন, আমরা আশা করব এই ভাস্কর্য আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। দীর্ঘদিন প্যারিসে নির্বাসিতঅবস্থায় মৃত্যুবরণ করা এই শিল্পীর অবদানের কথা তুলে ধরেন বক্তারা। প্যারিসে সাম্প্রতিক সন্ত্রাসী হামলারও নিন্দা জানান তারা।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, নভেরা আহমেদ খুবই প্রতিকূল পরিবেশে এই কাজটি করেছেন। যখন ছবি আঁকা রাষ্ট্রীয় ও সামাজিক ভাবে গ্রহনযোগ্য ছিল না সেই রকম সময়ে তিনি ভাস্কর্য বানিয়েছেন।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, নভেরা আহমেদ আমাদের দেশেরই একজন কৃতী সন্তান। বাংলাদেশে শিল্প চর্চা ও গবেষণার ক্ষেত্রে তার ভাস্কর্য বিশেষ ভূমিকা রাখবে।

পরে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের কাছে ভাস্কর্যটিতে হস্তান্তর করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

Exit mobile version