জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ এর জন্য ছবি আহ্বান
এবছরেও ২৮টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে…

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ এর জন্য আবেদনপত্র আহ্বান করেছেন তথ্য মন্ত্রণালয়। চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানানো হয়।
২০২০ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র আগামি ১৯ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে জমা দেয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, আগ্রহীদের উন্নতমানের সিডি/ ডিভিডি/পেনড্রাইভে জমা দিতে হবে এবং চলচ্চিত্র সেন্সর বোর্ড অফিস ও ওয়েবসাইট থেকে এর জন্য আবেদনপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবছরেও ২৮টি বিভাগে পুরস্কার দেয়া হবে। চলচ্চিত্র জমা দেয়ার আগে বেশ কিছু শর্ত মানতে হবে। সেগুলো হচ্ছে: