জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে আমেরিকার পথে নেমে এসেছেন হাজারো মানুষ। এমনকি জোকার এবং ব্যাটম্যানও!
ফিলাডেলফিয়ায় এক ব্যক্তি ব্যাটম্যানের পোশাক পরে পথে পথে হেঁটে অংশ নিয়েছেন আন্দোলনে। ব্যাটম্যানের সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়া টুইটারে শেয়ার করেছেন অনেকেই।
শুধু ব্যাটম্যানই নয়, আরেকটি ভিডিওতে দেখা গেছে ব্যাটম্যানের চিরশত্রু জোকারকেও। জোয়াকিন ফোনিক্সের ‘জোকার’ চরিত্রটির মতো পোশাক পরা এক ব্যক্তিকে দেখা গেছে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে জর্জ ফ্লয়েড হত্যার বিচার চাইতে।
ফিকশনাল চরিত্রগুলো কঠিন এই সময়ে আন্দোলনকারীদের মনোবল বাড়াচ্ছে। আন্দোলনকারীদের সঙ্গে অংশ নিয়েছেন হলিউডের অনেক তারকাও।
কোল স্প্রাউস, টিমোথি চালামেট, জন কুস্যাক, আরিয়ানা গ্র্যান্ডে এবং আরও অনেক তারকা অংশ নিয়েছেন এই আন্দোলনে। অনেক তারকা সশরীরে অংশ নিতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমর্থন জানিয়েছেন।
৪৬ বছর বয়স্ক জর্জ ফ্লয়েডকে ২৫ মে সন্ধ্যায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের কিছুক্ষণ পর একজন পুলিশ অফিসার হাঁটু দিয়ে তাঁর গলা চেপে ধরলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। ফ্লয়েড মিনোপোলিস শহরের একটি রেস্তোরাঁয় নিরাপত্তাকর্মী হিসাবে কাজ করতেন। এ ঘটনায় একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১০ মিনিটের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে করোনা উপেক্ষা করে প্রতিবাদে সরব হন শত শত মানুষ। কইমই
Meanwhile in Philly pic.twitter.com/3DPydkfmeY
— Jack Posobiec (@JackPosobiec) May 31, 2020