রপ্তানীমুখী যেসব শিল্প প্রতিষ্ঠানে আন্তর্জাতিক ক্রয়াদেশ বহাল রয়েছে এবং করোনা ভাইরাস প্রতিরোধে জরুরী অপরিহার্য পণ্য (পিপিই, মাস্ক, হ্যান্ডওয়াস, ওষুধপত্র ইত্যাদি) উৎপাদনের কাযর্ক্রম চলমান রয়েছে, সেসব কলকারখানা চালু রাখা যাবে বলে জানিয়েছে বিজিএমইএ।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ এই সিদ্ধান্তের কথা জানায়।

তবে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এসময় কারখানার শ্রমিকদের সুস্বাস্থ্য ও প্রয়োজনীয় নিরাপওা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে বিজিএমইএ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছে।
বিজ্ঞাপন
এর আগে গত ২৬ মার্চ তৈরি পোশাক কারখানা বন্ধ করার বিষয়ে নিজ নিজ অবস্থান থেকে বিবেচনা করার জন্য আহ্বান জানানো হয়।