Site icon চ্যানেল আই অনলাইন

জমাট বাঁধা নায়াগ্রা জলপ্রপাতের অনন্য রূপ

Advertisements

নায়াগ্রা জলপ্রপাত বললেই চোখে ভেসে ওঠে বিশাল জলরাশির অবিরাম পতন। কিন্তু উত্তর আমেরিকাজুড়ে প্রচণ্ড ঠাণ্ডা আর তুষারপাতে পৃথিবীর অন্যতম বড় এই জলপ্রপাতের কোথাও কোথাও জমাট বেঁধে গেছে

ক্রিসমাস ও বছর শেষে ছুটির কারণে পর্যটকদের ভিড় তো আছেই, এছাড়াও হাজারো মানুষ ছুটে যাচ্ছেন কেবলমাত্র নায়াগ্রার অনন্য এই রূপ দেখতে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, খুব শিগগিরই নায়াগ্রার এই রূপের অবসান ঘটছে না। রোববারও কানাডার রাজধানী অটোয়ার তাপমাত্রা হিমাঙ্কের ২৯ ডিগ্রি নিচে ছিলো-যা ৫৫ বছরের মধ্যে রেকর্ড সর্বনিম্ন।

আগামী এক সপ্তাহ একই রকম আবহাওয়ার পূর্বাভাস থাকায় নায়াগ্রাকে অনন্য এই রূপে দেখে নিতে আরেকটু বেশি সময় পাচ্ছেন ভ্রমণপিপাসুরা।

অসংখ্য মানুষ ছুটে যাচ্ছেন নায়াগ্রার অনন্য এই রূপ দেখতে

 

নায়াগ্রার এই রূপ থাকবে আরও কয়েকদিন

 

 

এই জলপ্রপাতের কোথাও কোথাও জমাট বেঁধে গেছে
Exit mobile version