চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

জন্মদাগ: একটি ধর্ষণ কিংবা প্রতারণার গল্প 

স্বামীর কাছে থেকে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হলো। ব্যাপারটা আপানার কাছে নিশ্চয়ই পরিচিত। আপনি সেটা স্ক্রিনেও দেখতে পাবেন। কিন্তু এর পরের ঘটনাটা আপানার পরিচিত না। কোনোভাবেই পরিচিত না। এর পরের ঘটনা আপনাকে থমকে দিবে। আগের চেয়েও তীব্রভাবে শিউরে উঠবে আপনার শরীর! 

ধীরে ধীরে আপনার মাথায় ঘুরতে থাকবে কিছু কথা। আপনার মাথায় ঘুরতে থাকবে ‘অন্যায়কারীরা সফল হলেও সুখী হতে পারে না’ ‘স্বার্থপর মানুষের সাথে শেষ পর্যন্ত শুধু তার স্বার্থটাই থাকে’। ধর্ষণ জিনিসটার সাথে একদমই অন্যরকমভাবে পরিচিত হবেন আপনি। যেটা কখনো আপনার কল্পনাতেও ছিল না। শুধুমাত্র একটি ‘জন্মদাগ’ আপনাকে বুঝিয়ে দিবে অনেক কিছু।

Bkash July

সংলাপ সম্পন্ন নাটকের যখন আকাল, ঠিক তখনই পরিচালক ভিকি জাহেদ চ্যানেল আইয়ের জন্য নির্মাণ করলেন নাটক ‘জন্মদাগ’। ১ অক্টোবর চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রদর্শনের পর যা প্রকাশ পায় চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলেও। নাটকটি ইতোমধ্যে ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে। প্রকাশের এক সপ্তাহের মধ্যে দেখা হয়েছে ১১ লাখেরও বেশি।

‘জন্মদাগ’ নাটকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন।

Labaid
BSH
Bellow Post-Green View