জনসাবধানতাই পারে করোনা প্রতিরোধ করতে। তাই লক্ষণ উপসর্গ নিয়ে বাড়িতে বসে না থেকে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন: যেকোন সসময় করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হতে পারে। তাই সবসময় প্রস্তুত থাকতে চাই। ১১১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। কারও মাঝে করোনা ভাইরাস নেই। গত ২১ তারিখ থেকে ৪৮ জনকে আইসোলেশনে নিয়ে নমুনা নেয়া হয়েছে। বর্তমানে ৩ জন আইসোলেশনে আছেন।