আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মেনে নেওয়ার পাশাপাশি তাকে নির্মমভাবে হত্যা, খুনীদের পুনর্বাসন ও সেই হত্যার বিচার বিলম্বিত করার দায় স্বীকার করে জনগণের কাছে মাফ চাইলে তবেই কেবল বিএনপির সাথে কোনো বিষয়ে ঐক্যমত হতে পারে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে নির্বাচন কমিশন আইন চূড়ান্ত করতে সব দলের ঐক্যমত হওয়া দরকার- বিএনপি সংসদ সদস্যদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন তিনি।
এর আগে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল -২০২২’ নিয়ে আলোচনায় জাতীয় পার্টি এবং বিএনপির সংসদ সদস্যরা বলেন, এটি যেন শেষ পর্যন্ত সরকারের নির্বাচন বিষয়ক আরেকটি মন্ত্রণালয় না হয়।
সার্চ কমিটি গঠন এবং পূর্ণাঙ্গ কমিশন গঠনে সরকার কেন আমলা এবং বিচারপতিদের ওপর শতভাগ নির্ভর করছে সেই প্রশ্নও তোলেন তারা।

স্পীকার, সংসদ সদস্য, রাজনীতিবিদেরকে সরকার কেন আস্থায় নিতে পারছেন না- এমন প্রশ্ন তুলে সমালোচনা করেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।