জবি প্রতিনিধি: চলতি বছরের অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানের সম্ভাব্য দিনক্ষণ ঠিক করা হয়েছে। প্রথম সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলা মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন কমিটি।
রোববার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন কমিটির চতুর্থ সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০০৫ -০৬ থেকে ২০১১- ১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এই সমাবর্তনে অংশ গ্রহণ করতে পারবেন বলে জানানো হয়। এজন্য আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে তাদের রেজিস্ট্রেশন করতে হবে। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা।
সভায় উপস্থিত থাকা সমাবর্তন কমিটির ছাত্র প্রতিনিধি ও জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, সমাবর্তনের দাবি আমাদের শিক্ষার্থীদের দীর্ঘদিনের ছিল। সমাবর্তনের দাবিতে আমরা ৩ মাস আগে ক্যাম্পাসে আন্দোলন করি। আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাবর্তন কমিটি গঠন করে। এ কমিটিতে অক্টোবরের ২য় সপ্তাহে সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরআগে সমাবর্তের দাবিতে গত বছর আন্দোলনে নেমেছিল শিক্ষার্থীরা।