চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঈদে রাজধানী ছাড়ছে ভিড়ের ট্রেন

স্বজনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে লাখ লাখ মানুষ। সরকারি, বেসরকারি প্রায় সব প্রতিষ্ঠানেই শুক্রবার থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। ঈদে বাড়ি ফেরার অন্যতম মাধ্যম ট্রেন। অনেকেই অগ্রিম টিকিট কেটে রেখেছিলেন। যারা অগ্রিম টিকিট পাননি তারাও ভিড় করেছেন রেলস্টেশনে। যেভাবেই হোক বাড়ি ফিরতে হবে। অপেক্ষায় স্বজনেরা। ফলত নিয়ম ভেঙে অনেকেই চড়ছেন ট্রেনের ছাদে, অনেকেই ঝুলছেন। কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনের ছাদে ভিড় কম থাকলেও বিমানবন্দর স্টেশনে গিয়ে ভরে যাচ্ছে ছাদ। ট্রেনের ছাদে, দরজায়, ইঞ্জিনে বসে যে যেভাবে পারছে বাড়ির পথে ছুটছে। তবু ফিরতে হবে বাড়ি, নাড়ীর টানে।

শুক্রবার থেকে ঈদ উল ফিতর উপলক্ষে রেলওয়ের স্পেশাল ট্রেন চলাচলও শুরু হয়েছে।

বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টে: