সাপ্তাহিক ছুটির দিন হলেও শনিবার সকালে ভার্চুয়াল মাধ্যমে বিচারকাজ পরিচালনার জন্য বসেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ছুটির দিনে আদালত বসার বিষয়টি চ্যানেল আই অনলাইকে জানান, সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান।
সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে বলা হয়েছে, প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চে শনিবার একটি ‘সিভিল আপিল’ শুনানির জন্য রয়েছে।
ছুটির দিনে ভার্চুয়াল আদালতে শুনানি হওয়া মামলাটির বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের মুখপাত্র বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না।’