চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ছবি গল্পে ব্যান্ড ফেস্টের ৭ম আসর

করোনার কারণে প্রথমবারের মতো দর্শকের উপস্থিতি ছাড়াই শেষ হলো চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০২০! ১ ডিসেম্বর স্বাস্থ্যবিধি মেনে চ্যানেল আইয়ে হয়ে গেল ব্যান্ড ফেস্টের ৭ম আসর। গত ছয় বছর চ্যানেল আই চেতনা চত্বরে পালিত হলেও এবার করোনার কারণে ব্যান্ড ফেস্টের এই সীমাবদ্ধতা। ব্যান্ডদলগুলো এবার চ্যানেল আই স্টুডিও থেকে পারফর্ম করেছে। টিভি পর্দা ছাড়াও চ্যানেল আই […]

করোনার কারণে প্রথমবারের মতো দর্শকের উপস্থিতি ছাড়াই শেষ হলো চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০২০!

১ ডিসেম্বর স্বাস্থ্যবিধি মেনে চ্যানেল আইয়ে হয়ে গেল ব্যান্ড ফেস্টের ৭ম আসর। গত ছয় বছর চ্যানেল আই চেতনা চত্বরে পালিত হলেও এবার করোনার কারণে ব্যান্ড ফেস্টের এই সীমাবদ্ধতা।

ছবি: চ্যানেল আই।

ব্যান্ডদলগুলো এবার চ্যানেল আই স্টুডিও থেকে পারফর্ম করেছে। টিভি পর্দা ছাড়াও চ্যানেল আই অনলাইনের ফেসবুক পেজে সরাসরি উপভোগ করেছেন দর্শক।

ছবি: চ্যানেল আই।

এবার ব্যান্ড ফেস্টে মোট ১২টি ব্যান্ডদল অংশ নেয়। তারা হলো তীরন্দাজ, স্টোন, ধ্রুবতারা, মেট্রিক্যাল, পার্থিব, মেকানিক্স, সিম্ফনি, ব্ল্যাক মুন, নাটাই, বিজয়, জলের গান ও শিরোনামহীন।

ছবি: চ্যানেল আই।

অনুষ্ঠানে ভিডিও বার্তায় ব্যান্ডগুলোকে শুভ কামনা জানান চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

ছবি: চ্যানেল আই।

অনুষ্ঠানে চ্যানেল আই আর্কাইভ থেকে বিগত বছরের ব্যান্ড ফেস্টের ফুটেজ প্রদর্শন করা হয়। শ্রদ্ধা জানানো হয় ব্যান্ড ফেস্টের উদ্যোক্তা ও দেশের কিংবদন্তী মিউজিশিয়ান আইয়ুব বাচ্চুকে।

ছবি: চ্যানেল আই।

ব্যান্ড ফেস্টের অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর ঘোষণা করেন যে, এ বছর ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০’ এ আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌস ওয়াহিদ। ভার্চুয়ালে তিনিও যুক্ত হয়ে নিজের অনুভূতি শেয়ার করেন।

অনুষ্ঠান চলাকালীন ব্যান্ডদলগুলোকে নিয়ে ‘ফান স্টেশন’ নামে একটি গেইম-শো এর আয়োজন করা হয়। গেইম শো-টি পরিচালনা করেন চ্যানেল আইয়ের ডিজিটাল এর জেনারেল ম্যানেজার আজিম হোসেন।