চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ছবিতে জলেশ্বরী’র কথকের প্রস্থান

কুড়িগ্রামে প্রিয় জন্মভূমির মাটিতে শেষশয্যায় শায়িত হয়েছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। এর আগে বুধবার সকাল দশটায় চ্যানেল আই-এর চেতনা চত্বরে তার জানাজা শেষ হয়।

পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে আরেকটি জানাজার পর তাকে নিয়ে যাওয়া হয় জন্মস্থান কুড়িগ্রামে। সেখানে জানাজার পর সরকারি কলেজ মাঠের দক্ষিণ পাশে তাকে দাফন করা হয়।

Bkash July

চ্যানেল আই অনলাইনের ক্যামেরায় সৈয়দ শামসুল হকের অন্তিমযাত্রার কিছু দৃশ্য।

Reneta June

সকাল ১০ টায় কবির মৃতদেহ আনা হয় চ্যানেল আই প্রাঙ্গণে


কবিপুত্র দ্বিতীয় সৈয়দ হক সকলের উদ্দেশ্যে তার বাবার কথা বলেন

‘মানুষ আসতে আছে ফুলবাড়িয়া নাগেশ্বরী থিকা; মানুষ আসতে আছে যমুনার বানের লাহান; মানুষ আসতে আছে মহররমে ধূলার সমান’ – ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’

শহীদ মিনার প্রাঙ্গণে কবিকে শেষ শ্রদ্ধা জানাতে কবি, শিক্ষক, শিল্পী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সর্ব সাধারণের ঢল

কফিনের পাশে ‘রক্ত গোলাপ’  নিয়ে ঘুমিয়ে আছেন শব্দ বাজিকর

 

রাষ্ট্রপতির শ্রদ্ধাজ্ঞাপন

 

অসংখ্য ‘রক্ত গোলাপ’ নিয়ে আজ কবিকে শেষ শ্রদ্ধায় সিক্ত করে রাষ্ট্র ও রাষ্ট্রের নাগরিক

গুণীজন স্বজন শোকাহত, বিদায় জানাতে শহীদ মিনারে

প্রিয় মুখ বারবার দেখার অভিপ্রায়, পৃথিবীতে এই মুখ আর দেখবে না

নায়ক রাজ স্মৃতি রাখেন পরাণের গহীন ভিতর

Labaid
BSH
Bellow Post-Green View