চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চড়ের ভয়ে হেলমেট পরে মঞ্চে গ্র্যামির উপস্থাপক!

অস্কারের চড়-কাণ্ড নিয়ে শোরগোল চলছে বিশ্বে। এর মাঝেই বসেছে গ্র্যামির জমকালো আয়োজন। অস্কারের আলোচিত সেই ঘটনার প্রভাব পড়েছে গ্র্যামিওতেও। উপস্থাপক নাটে বারগাটজে ডনস মঞ্চে উঠেছেন হেলমেট পড়ে।

অনুষ্ঠানের আরেক উপস্থাপক লেভার বার্টন গ্র্যামির আসরে মজা করে বলেন, ‘এখন সবাইকে সাবধান করে দিয়ে জানাতে চাই যে আমাদের পরবর্তী উপস্থাপক একজন কমেডিয়ান। বুঝতেই পারছেন কী বলতে চাইছি…! অনুরোধ করবো সবাই নিজ আসনেই অবস্থান করুন এবং নিজেদের হাত নিয়ন্ত্রণ করুন।’

Bkash July

ক্রিস রকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে নাটে বারগাটজে বলেন, ‘কমেডিয়ানদের এখন থেকে অ্যাওয়ার্ড শোগুলোতে হেলমেট পরে কৌতুক করতে হবে।’

হলিউডের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থাপক ও কৌতুক অভিনেতা ক্রিস রককে চড় মারেন উইল স্মিথ। শারীরিক সমস্যার কারণে উইল স্মিথের স্ত্রী জাডার চুল পড়ে যায়। এই বিষয়টি নিয়ে কৌতুক করেন ক্রিস রক। আর তখনই ধীর পায়ে স্টেজে উঠে সঞ্চালককে কষে চড় মারেন উইল স্মিথ। তবে সেই সময়ে হাসিমুখে পরিস্থিতি সামলে নিয়েছেন রক। স্মিথের বিরুদ্ধে কোনো অভিযোগও করেননি।

Labaid
BSH
Bellow Post-Green View