চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন যারা

KSRM

জমকালো আয়োজনে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ২০২১ সালে ডিজিটাল প্ল্যাটফর্মে অবদান রাখা ব্যক্তিদের ২১ ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হয়।

এতে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

Bkash July

আইসিটি ডিভিশনের পৃষ্ঠপোষকতা ও নিবেদনে দ্বিতীয়বারের এই আয়োজনে টাইটেল স্পন্সর ছিল স্ন্যাককিপার, পাওয়ার্ড বাই ঐক্য ডট কম ডট বিডি।

কোভিড মহামারিতে প্রযুক্তি, বিনোদন, স্বাস্থ্য, আবহাওয়া ও কৃষিসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখাদের সম্মান জানাতে এই আয়োজন।

Reneta June

এতে বিজয়ীরা আরও ভাল কাজ করার উৎসাহ পাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন যারা
গেল বছর অনলাইনে প্রকাশ হওয়া চলচ্চিত্র, নাটক, ওয়েব সিরিজ, মিউজিকসহ বিভিন্ন ভিডিওর উপর ভিত্তি করে এই সম্মাননা ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়। জুরি বোর্ডের রায়ে নির্বাচিতদের চ্যানেল আই চত্বরে পুরস্কার দেওয়া হয়। এতে আজীবন সম্মাননায় ভূষিত হন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এছাড়া শ্রেষ্ঠ চলচ্চিত্র (ওয়েব) খাচার ভিতর অচিন পাখি; শ্রেষ্ঠ পরিচালক (ওয়েব ফিল্ম) মিজানুর রহমান আরিয়ান (নেটওয়ার্কের বাইরে); শ্রেষ্ঠ অভিনেতা (ওয়েব ফিল্ম) ফজলুর রহমান বাবু (খাচার ভিতর অচিন পাখি); শ্রেষ্ঠ অভিনেত্রী (ওয়েব ফিল্ম) তমা মির্জা (খাচার ভিতর অচিন পাখি); শ্রেষ্ঠ নাট্যকার মারুফ হোসেন সজীব (বিলোপ); শ্রেষ্ঠ নাট্য পরিচালক ভিকি জাহেদ (পূনর্জন্ম); শ্রেষ্ঠ নাট্য অভিনেতা আফরান নিশো (বিলোপ); শ্রেষ্ঠ নাট্য অভিনেত্রী মেহজাবিন (পূনর্জন্ম); শ্রেষ্ঠ ওয়েব সিরিজ উনলৌকিক (দ্বিখণ্ডিত পর্ব); শ্রেষ্ঠ পরিচালক (ওয়েব সিরিজ) আশফাক নিপুন (মহানগর); শ্রেষ্ঠ অভিনেতা ইন্তেখাব দিনার (উনলৌকিক, দ্বিখণ্ডিত); শ্রেষ্ঠ অভিনেত্রী (ওয়েব সিরিজ) তাসনিয়া ফারিন (লেডিস এন্ড জেন্টেলম্যান); শ্রেষ্ঠ মিউজিক ভিডিও রাত জাগা পাখি; শ্রেষ্ঠ রাইজিং স্টার (পুরুষ) মোস্তফা মনোয়ার; বেস্ট রাইজিং স্টার (নারী) তাসনিয়া ফারিন; বেস্ট ইউটিউব কনটেন্ট ‘এটাই আসল ঢাকা’; বেস্ট ফেসবুক কন্টেন্ট ‘কুত্তা বলো কেন? টাইসন বলো’; এডু টেইনমেন্ট ‘ফটোগ্রাফি কম্পোজিশন ফর বিগিনার্স’ অ্যাওয়ার্ড পায়। হেলথ টেক ক্যাটাগরিতে সরাসরি অ্যাওয়ার্ড দেওয়া হয় টটিসেল’কে। কৃষি আবহাওয়া অধিদপ্তরও চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছে।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View