চ্যানেল আইয়ের পর্দায় নির্মাতা কবরীর প্রথম ছবি
সোমবার বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখুন কবরী পরিচালিত প্রথম ছবি ‘আয়না’
দেশের কিংবদন্তি অভিনেত্রী কবরী সারোয়ার। অসংখ্য কালজয়ী ছবিতে অভিনয় করে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন। ২০০৫ সালে নাম লিখিয়েছিলেন পরিচালনায়। তার পরিচালিত প্রথম ছবি আবারও চ্যানেল আইয়ের পর্দায়।
সোমবার (৩০ মার্চ) বিকেল ৩টা ৫ মিনিটে গ্রামীণফোনের সৌজন্যে চ্যানেল আইয়ে প্রচার হবে কবরীর প্রথম পরিচালিত ছবি ‘আয়না’। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবটি পরিচালনা ছাড়াও এর কাহিনী ও চিত্রনাট্যও তাঁর।
ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, সোহানা সাবাহ, কবরী, সুভাষ দত্ত, রানী সরকার, প্রমুখ।
‘আয়না’ ছবি নির্মাণের পর রাজনীতির সঙ্গে জড়িয়ে যান ঢাকাই ছবির এই ‘সারেং বউ’। এরপর পরিচালনা তো দূরে থাক, অভিনয়েই তিনি অনিয়মিত হয়ে পড়েন। তবে আবারও নির্মাণে ফিরে এসেছেন তিনি।

প্রায় ১৫ বছর পর নিজের দ্বিতীয় চলচ্চিত্র পরিচালনা নিয়ে ব্যস্ত তিনি। ছবির নাম ‘এই তুমি সেই তুমি’। শুধু পরিচালনা নয়, প্রথম ছবিরর মতো এটিরও কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লেখার দায়িত্ব সামলাচ্ছেন তিনি।
