চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চোটের শিকার উমতিতিকে বিক্রির সুযোগ নেই বার্সার

ন্যু ক্যাম্পে রোববার জাভি হার্নান্দেজের অনুশীলন সেশনে চোট পেয়েছেন ফরাসি তারকা স্যামুয়েল উমতিতি। চোট এতটাই গুরুতর যে, ডাঃ আন্তোনি ডালমাউয়ের তত্ত্বাবধানে আজ (মঙ্গলবার) অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে উমতিতির। চোট সারিয়ে মাঠে ফিরতে সময় লাগবে কমপক্ষে দুই থেকে তিন মাস। তাই এসময়ে চাইলেও উমতিতিকে অন্য ক্লাবে বিক্রি করার সুযোগ নেই বার্সার।

চলতি জানুয়ারিতে দল বদলের মৌসুমে উমতিতিকে দলে রাখতে চান না জাভি, এরকম খবর ছিল কাতালোনিয়া জুড়ে। ফেররান তরেসকে দলে ভেড়ানোর পর বার্সা ভক্তরা উমতিতির ক্লাব ছাড়ার অপেক্ষা করেছিলেন। নতুন করে চোটের শিকার হওয়ায় ইচ্ছা থাকলেও আপাতত তাকে অন্য ক্লাবে বিক্রি করতে পারছেন না জাভি।

Bkash July

উমতিতি আগে থেকেই নিয়মিত ছিলেন না বার্সায়। চোটের কারণে দলে নেই এরিক গার্সিয়া। তবে রক্ষণভাগে জেরার্ড পিকে, রোনাল্ড আরাউজো, অস্কার মিনগুয়েজা এবং ক্লেমেন্ট লেংলেটের মতো এক ঝাঁক তারকা থাকায় জাভিকে খুব বেশি ভাবতে হচ্ছে না।

বার্সেলোনা মনে করছে অস্ত্রোপচার শেষে ফরাসি তারকার নতুন করে মাঠে ফিরে আসতে আরো দুই থেকে তিন মাস সময় লাগবে।

Labaid
BSH
Bellow Post-Green View