ভারত-চীন সীমান্ত লাদাখে সংঘর্ষে ৭৬ জন সেনা সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী।
সেনাবাহিনীর বরাত দিয়ে এনডিটিভি বলছে, সোমবার রাতের ঘটনার পর তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের কারো অবস্থা এখন আশঙ্কাজনক নয়। এক সপ্তাহের মধ্যে তারা কাজে ফিরতে পারবেন।

লাদাখ সীমান্তে সোমবার রাতের সংঘর্ষে ২০ জন সেনা সদস্য নিহত হন। তবে এই হামলায় কোনো গুলি চলেনি বলে আগেই জানিয়েছিল সেনারা। উভয় পক্ষ লোহার রড, শিলা, পাথর ইত্যাদি দ্বারা আঘাত করেছে উভয়পক্ষকে।
বিজ্ঞাপন
গত দেড় মাস ধরে সংঘাত চলছে চীন সীমান্তের কাছে লাদাখে। সোমবার রাতে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। চীনা সেনা লাদাখে সংঘর্ষ বিরতি লংঘন করে বলে অভিযোগ ভারতের।