চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

চীনে বন্যায় ২৫ জনের মৃত্যু, নিখোঁজ ৭

ব্যাপক উদ্ধার অভিযান

চীনে ভয়াবহ বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৭ জন।

চলতি সপ্তাহে দেশটির হেনান প্রদেশে শুরু হওয়া বন্যায় বিভিন্ন স্থানে আটকে পড়াদের উদ্ধারে ১৮০০ জন উদ্ধারকর্মী নিয়োগ করা হয়েছে।

গত তিনদিনে প্রদেশটিতে ৬১৭.১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা অন্য সময়ে এক বছরে হওয়া বৃষ্টিপাতের সমান।

পুরো প্রদেশে এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১.২৪ মিলিয়ন মানুষ আর ১ লাখ ৬৪ হাজার ৭০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে ঝেংভউ মেট্রো তার কাযক্রম বন্ধ করে দেয়। মেট্রো স্টেশনে ট্রেনের ভেতরে পানি ঢুকে পড়ার কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ট্রেনের বগির ভেতরে পানি থেকে বের হতে চেষ্টা করছেন যাত্রীরা।

একপর্যায়ে বগির ছাদ কেটে তাদের বের করতে হয় বলে উল্লেখ করেছে স্থানীয় গণমাধ্যম।

বন্যার ভয়াবহতার জেরে হেনান প্রদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। প্রদেশটিতে বৃহস্পতিবারও কমেনি বন্যার পানি।