চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চীনে করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রের নাগরিকের মৃত্যু

চীনে করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রের একজন নাগরিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস। চীনের উহান শহরের জিনয়িনতিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ ফেব্রুয়ারি তার মৃত্যু হয় বলে স্থানীয় সময় শনিবার ভোরে জানানো হয়েছে।

এই উহান শহরকেই মারাত্মক করোনা ভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Bkash July

করোনায় আক্রান্ত হয়ে এটিই প্রথম কোনো মার্কিন নাগরিকের মৃত্যু।

সিবিএস নিউজ জানিয়েছে, শুক্রবার উহান থেকে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে প্রায় ৩শ’ আমেরিকানকে উড়োজাহাজে করে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেয়া হয়েছে। তাদেরকে বর্তমানে ক্যালিফোর্নিয়া ও টেক্সাসের সামরিক ঘাঁটিতে রাখা হয়েছে। এছাড়াও কয়েকজনকে টেক্সাস থেকে নেব্রাস্কায় সরিয়ে নেয়া হয়েছে।

Reneta June

যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেয়া দলটিকে ভাইরাসের সম্ভাব্য ছড়িয়ে পড়া ঠেকাতে ১৪ দিন কোয়ারেন্টাইন অবস্থায় রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্বাস্থ্য ও জনসেবা মন্ত্রী অ্যালেক্স আজার সাংবাদিকদের বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলে আমেরিকান জনগণের জন্য ভাইরাসের ঝুঁকি যতটা সম্ভব কম রাখা যায়, এবং সেজন্য আমরা সম্ভাব্য সবকিছু করছি।’

চীনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা শুক্রবার দিন শেষ পর্যন্ত হিসাবে ৩৪ হাজার ৫৪৬ জন। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭২২ জনের। চীনে বিয়ে, জন্মদিনের অনুষ্ঠানসহ সবধরনের ভোজ-উৎসব নিষিদ্ধ করেছে প্রশাসন।

হুবেই প্রদেশে লোকজনের বাইরে বের হওয়া নিরুৎসাহিত করতে বহুতল ভবনগুলোর লিফট বন্ধ করে দিয়েছে সরকার। হুবেইয়ে উহান অবস্থিত।

এছাড়া হংকংয়ে একজন ও ফিলিপিন্সে একজনের মারা গেছেন করোনায়।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১২ জনকে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া জাপানের ইয়োকোহামা বন্দরে উপকূলের কাছে অবস্থান করা প্রমোদতরীতে করোনা ভাইরাসে আক্রান্ত ৬৪ জনের মধ্যে ১১ জন আমেরিকান নাগরিক।

Labaid
BSH
Bellow Post-Green View