চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চিত্রনায়ক রিয়াজ করোনায় আক্রান্ত

চিত্রনায়ক রিয়াজ করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তার শরীর কিছুটা দুর্বল ও হালকা ব্যথা রয়েছে। বাসায় থেকেই নিচ্ছেন চিকিৎসা।

শুক্রবার সন্ধ্যার পর চ্যানেল আই অনলাইনকে তিনি নিজেই শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানান।

Bkash

রিয়াজ জানান, গত ২৮ মার্চ করোনার নমুনা পরীক্ষা করাতে দিয়েছিলেন। ২৯ তারিখেই রিপোর্ট হাতে পাই। রিপোর্টের রেজাল্ট পজিটিভ এসেছে। এরপর থেকেই নিজেকে আইসোলেশনে রেখেছেন।

আপাতত বাসাতেই থাকছেন। তবে চিকিৎসকের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলেও জানান এই অভিনেতা।

Reneta June

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিতব্য বাংলাদেশ-ভারতের যৌথ-প্রযোজনার ছবি ‘বঙ্গবন্ধু’র শুটিংয়ে অংশ নিতে ভারত যাওয়ার কথা ছিলো রিয়াজের। কিন্তু করোনা পজিটিভ আসায় আপাতত ভারত যাওয়া হচ্ছে না এ তারকার। শ্যাম বেনেগালের পরিচালনায় এই ছবিতে রিয়াজকে দেখা যাবে তাজউদ্দীন আহমদের চরিত্রে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View