রাজধানীর এভার কেয়ার হাসপাতালে টানা ২৪ দিন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ রোববার বিকাল সাড়ে ৫টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গাড়িযোগে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানের বরাতে এ তথ্য জানা গেছে।
এসময় উপস্থিত ছিলেন চিকিৎসক টিমের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমুখ।
গত ২৫ অক্টোবর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের ছোট একটি অস্ত্রোপচার হয়। পরে পর্যবেক্ষণ ইউনিটে তাকে স্থানান্তর করা হয়। খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড তার বায়েপসিসহ নিয়মিত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা দেন।
বিএনপি চেয়ারপারসনকে গাড়িতে ওঠানোর সময় সেখানে শতাধিক দলীয় নেতাকর্মী ভিড় করেন। সাড়ে পাঁচটার দিকে গুলশানের বাস ভবন ফিরোজায় পৌঁছান।