চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চাঁদপুরে মা ইলিশ ধরার অপরাধে ২ জেলের সাজা

মোরশেদ আলম, চাঁদপুর: চাঁদপুরের হাইমচরে মা ইলিশ ধরার অপরাধে আটককৃত ২ জেলেকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিগান চাকমা এই সাজা প্রদান করেন। সাজা প্রাপ্তরা হলেন: নীলকমল ইউনিয়নের নাসির লস্কর এর ছেলে মোঃ মানিক লস্কর (২২) ও আলাউদ্দিন উকিল এর ছেলে মোঃ সাইফুল (২২)।

উপজেলা মৎস্য অফিসসূত্রে জানাযায়, মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান চালিয়ে রাতে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও দুই জেলেকে আটক করা হয়। পরে রাতেই জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিগান চাকমার নেতৃত্বে অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও কোর্স্টগাড, নৌ-পুলিশের সদস্যরা।

Labaid
BSH
Bellow Post-Green View