চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চাঁদপুরে করোনা শনাক্তের হার ৩৬.৯৭

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ২৩৮টি।নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৩৬.৯৭ শতাংশ।

চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

Bkash July

শনাক্তদের মধ্যে চাদঁপুর সদর উপজেলার ৭২ জন, ফরিদগঞ্জের ৭ জন, হাজীগঞ্জের ৫ জন, মতলব উত্তরের ১ জন, হাইমচরের ১ জন, শাহরাস্তির ১ জন ও মতলব দক্ষিণের ১ জন রয়েছেন।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা ১৫ হাজার ৬৮০। এর মধ্যে মৃতের সংখ্যা ২৪১। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৫ হাজার ৫০ জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৮৯ জন। আক্রান্তদের মধ্যে ১ জন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাকীরা হোম আইসোলেশনে আছেন।

Labaid
BSH
Bellow Post-Green View