বৃটেনের অন্যতম সফল নির্মাতা অ্যালান পার্কার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
নির্মাতার পরিবারের তরফ থেকে মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। শুক্রবার লন্ডনে তার মৃত্যু হয়েছে।
অ্যালান পার্কারের উল্লেখযোগ্য কিছু কাজ হলো ফেম, মিসিসিপি বার্নিং, অ্যানজেলাস অ্যাশেজ, বাগসি মালোন, মিডনাইট এক্সপ্রেস এবং এভিটা।