ভারতের দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় মুখ সাই পল্লবী। সম্প্রতি জানা গেছে জনপ্রিয় সিনেমা ‘আসুরান’ এর একটি চরিত্রের জন্য প্রস্তাব দেয়া হয়েছিল তাকে। কিন্তু প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
যে চরিত্রের জন্য সাইকে প্রস্তাব দেয়া হয়েছিল সেই চরিত্রে নির্মাতা ভেত্রি মারানের প্রথম পছন্দ ছিলেন অভিনেত্রী কিন্তু সাই পল্লবীর কাছে মনে হয়েছে চরিত্রটি যথেষ্ট শক্তিশালী নয়। তাই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তার বদলে অভিনেত্রী আম্মু অভিরামি চুক্তিবদ্ধ হয়েছিলেন সেই চরিত্রে।
বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল ‘আসুরান’। ধানুশ এবং মঞ্জু ওয়ারিয়ের ছিলেন ছবির মূল দুটি চরিত্রে।
সাই পল্লবীর হাতে এখন দুটি সিনেমা আছে। শেখর কামুলার ‘লাভ স্টোরি’তে তাকে দেখা যাবে নাগা চৈতন্যের বিপরীতে। আর ভেনু উদুগুলার ‘ভিরাটা পারভাম’ ছবিতে দেখা যাবে রানা ডাগ্গুবতীর বিপরীতে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ছবি দুটির শুটিং শুরু হবে। পিঙ্ক ভিলা