চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চম্পা চরিত্রে সাড়া ফেলতে পারেন মেহজাবীন

ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে নিশো-মেহজাবীনের ‘চম্পা হাউজ’

KSRM

সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চরিত্রের প্রয়োজনে নানা মাত্রার চ্যালেঞ্জ নিতে দেখা গেছে তাকে। এবার তিনি আসছেন ভৌতিক চরিত্রে। চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে বিশেষ টেলিছবিতে!

টেলিছবিটির নাম ‘চম্পা হাউজ’। একটি বাড়িকে কেন্দ্র করে টেলিছবির কাহিনী। যেখানে চম্পা চরিত্রে দেখা যাবে মেহজাবীনকে। টেলিছবিটি নির্মাণ করেছেন ‘পুনর্জন্ম’ খ্যাত ভিকি জাহেদ।

Bkash

মেহজাবীন ছাড়াও এই টেলিছবিতে অভিনয় করেছেন আফরান নিশো। চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে টেলিছবিটি দর্শক দেখতে পারবেন ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে।

‘পুনর্জন্ম’র পর দর্শকের প্রিয় ত্রিরত্নে পরিণত হয়েছেন ভিকি-নিশো-মেহজাবীন।  ২৩ এপ্রিল মুক্তি পায় ‘চম্পা হাউজ’র ট্রেলার। তার আগে নিজের ইনস্টাগ্রামে চম্পা লুকের ছবি পোস্ট করে মেহজাবীন লেখেন, ‘মিট চম্পা ফ্রম চম্পা হাউজ’। ভিকি জাহেদের পরিচালনায় নাটকের গল্প লিখেছেন নাজিম উদ দৌলা। এর চিত্রনাট্যও লিখেছেন ভিকি জাহেদ।

Reneta June

চম্পা হাউজে মেহজাবীনের লুক দেখে দর্শকরা উচ্ছ্বসিত। তারা মনে করছেন, এবার ঈদে অসংখ্য নাটক-টেলিছবির ভিড়ে নজর কাড়বে চম্পা চরিত্রের মেহজাবীন!

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View