প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চট্টগ্রাম বন্দর সার্বক্ষণিক কার্যকর রাখতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকারের বিভিন্ন সংস্থা।
বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম কাস্টমস হাউজ এবং সিএন্ডএফ ৩ পক্ষের বৈঠকে একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছে সংস্থাগুলো। চাহিবা মাত্রই ব্যাংক এবং বন্দরের প্রশাসনিক সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিএন্ডএফ এসোসিয়েশনের নেতারা।

নগরীর ট্রাফিক ব্যবস্থার ওপর চাপ কমাতে দিনের চেয়ে রাতে বন্দরের সেবা নিতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান এবং বন্দর চেয়ারম্যান। শিগগিরই জাতীয় রাজস্ব বোর্ডে স্ক্যানিং বিভাগ অর্ন্তভুক্ত হচ্ছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। এতে বন্দরে শুল্কায়নের কাজটি গতি পাবে।
বিজ্ঞাপন
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: