চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চট্টগ্রামে বিমান থেকে ১০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

গোপন সংবাদের ওপর ভিত্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকার ( ৯ কোটি ৯৬ লাখ) অবৈধ স্বর্ণ উদ্ধার করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।  উদ্ধার করা স্বর্ণের মধ্যে রয়েছে ২৪ ক্যারেটের ১৫০টি বার, ওজন ১৭ কেজি ৫৫ গ্রাম।

সোমবার শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম থেকে আবুধাবি থেকে আনা এ স্বর্ণ উদ্ধার করা হয়। এনএসআই’র পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

এনএসআই জানিয়েছে: বিমান বাংলাদেশের বিজি-১২৮ ফ্লাইটে অবৈধভাবে আবুধাবি থেকে স্বর্ণ আসছে বলে খবর ছিলো। তার ওপর ভিত্তি করে সকাল ১০টা ৪০ মিনিটে শুল্ক গোয়েন্দাদের সহায়তায় অভিযানে নামে এনএসআই’র চট্টগ্রাম সিটি করপোরেশন (সিটিজি) ইউনিট। দুই সিটের মাঝে থাকা শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) প্যানেলের মাঝে সুকৌশলে স্বর্ণগুলো নিয়ে আসা হয়।

অভিযানে উদ্ধার করা ১৫০টি স্বর্ণের বার শুল্ক গোয়েন্দকে বুঝিয়ে দিয়েছে এনএসআই।

Labaid
BSH
Bellow Post-Green View