গোয়েন্দাদের ব্যর্থতায় গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকরা।
স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন সিনেট কমিটির কাছে সাক্ষ্য দেওয়ার সময় এমন দাবি করেন ক্যাপিটল হিল পুলিশের সাবেক প্রধান স্টেভেন সান্ড।
ক্যাপিটলে সহিংসতা প্রতিরোধ করতে না পারায় দায়ভার নিয়ে তখন পদত্যাগ করেন ইউএস ক্যাপিটল পুলিশের প্রধান স্টেভেন সান্ডসহ আরো চার কর্মকর্তা।
এদের মধ্যে তিনজন মঙ্গলবার সিনেট কমিটির কাছে সাক্ষ্য দেন।
সিনেট কমিটির কাছে সান্ড বলেন, ট্রাম্পপন্থীরা সেদিন যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছিলেন। পুলিশ বাহিনী সেদিন কোন হামলার জন্য নয় বরং আমরা বিক্ষোভের বিরুদ্ধে প্রস্তুতি নিয়েছিলাম।
গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন শুরুর এক ঘণ্টার মধ্যে কংগ্রেস ভবনে হামলা করেন ট্রাম্প-সমর্থকেরা। এ ঘটনায় চারজন নিহত হন। আহত হন অর্ধশত মানুষ।
ডেমোক্র্যাটরা এই হামলার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিকে দায়ী করেন।
সেই ঘটনায় মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে দ্বিতীয়বারের মতো অভিশংসিত হন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে উচ্চ কক্ষ সিনেটে প্রস্তাবের পক্ষে প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় রেহাই পান সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।