আসাদুজ্জামান বাবুল: গোপালগঞ্জ জেলা সদরের খানারপাড় গ্রামের মুদি দোকান ব্যবসায়ী গাউস দাড়িয়াকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম আজ বৃহস্পতিবার রাত পৌনে ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গোপালগঞ্জ সদর থানার খানারপাড় গ্রামের আজিম দাড়িয়ার ছেলে গাউস দাড়িয়াকে কে বা কারা কুপিয়ে হত্যার পর তার মরদেহ একটি পুকুরের ভেতর ফেলে রেখে যায়। খানারপাড় গ্রামবাসি নিহত গাউস দাড়িয়ার মরদেহ পুকুরে ভাসতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, কে বা কারা এবং কেন তাকে হত্যা করেছে তা এখনো পরিস্কার জানা যায়নি। মুদি দোকান ব্যবসায়ী গাউসের মরদেহের ময়না তদন্ত শেষ করা হয়েছে। খুনি যেই হোকনা কেন খুব অচিরেই তাকে গ্রেপ্তার করা হবে।