বিজ্ঞাপন
চট্টগ্রাম থেকে: খালেদ মাহমুদ সুজন শুধু একজন কোচই নন, বাংলাদেশের অনেক ক্রিকেটারের অভিভাবকও। দুঃসময়ে সবসময় ক্রিকেটারদের পাশে থাকেন। উৎসাহ দেন, করেন শাসন। এমনই এক চিত্র দেখা গেল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরচুন বরিশালের অনুশীলনে।
নেটে স্পিনারদের সমীহ করে খেলছিলেন তৌহিদ হৃদয়। বড় কোনো শট আসছিল না তরুণের ব্যাট থেকে। মারার চেষ্টাও দেখা যায়নি। বরিশাল কোচ সুজনের কাছে হৃদয়ের অ্যাপ্রোচ একদমই পছন্দ হয়নি। রক্ষণাত্মক ভঙ্গিতে খেলায় খেপে যান এ ক্রিকেট গুরু।
হৃদয়কে ধমকের সুরেই বলেন, ‘এই বলটায় ছক্কা মারলি না কেন?। হৃদয়কে বোঝান অনুশীলনের সময় খুব কম। অন্য ব্যাটারদের সুযোগ দিতে হবে। অযথা বল নষ্ট না করে চার-ছক্কার টি-টুয়েন্টির মহড়া দিতে উৎসাহিত করেন।
পরের বলেই বিশাল এক ছক্কা হাঁকান হৃদয়। পূর্ব গ্যালারির পাশ ঘেঁষা নেট থেকে বল আছড়ে ফেলেন স্টেডিয়ামের বাইরে। তার পরপরই পাশের নেট থেকে বরিশালের উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহানও একটি বল স্টেডিয়ামের বাইরে ফেলেন অসাধারণ টাইমিংয়ে। তখন হাসি ফোটে সুজনের মুখে।
বিজ্ঞাপন