আগামী ১৩ মার্চ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জের) ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) অাসনে উপ-নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
রোববার নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনে এই সময়সূচি ঘোষণা করে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, এই দুটি আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৪ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৬ ফেব্রুয়ারি। আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৩ ফেব্রুয়ারি।
সংসদ সদস্য গোলাম মোস্তফার মৃত্যুতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জের) আসনটি শূন্য হয়। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ ডিসেম্বর মৃত্যুবরন করেন গোলাম মোস্তফা।
এদিকে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মুহাম্মদ ছায়েদুল হক গত ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনটি শূন্য হয়।
এই দুজনের মৃত্যুর কারণে আসন দুটিতে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা তৈরি হয়।