চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

গরু চোর সন্দেহে ১ জনকে পিটিয়ে হত্যা

যশোরের ঝিকরগাছা উপজেলার চন্দ্রপুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আব্দুল নামে আরো একজন।

চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে ইলিয়াস মারা যায়। আহত আব্দুলের অবস্থা আশঙ্কাজনক।

Bkash July

নিহত ইলিয়াস ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা ও আহত আব্দুল মল্লিকপুর গ্রামের বাসিন্দা।

ঝিকরগাছা থানার এসআই সিরাজুল ইসলাম জানান: বুধবার দিবাগত রাতে ঝিকরগাছা উপজেলার চন্দ্রপুর গ্রামের ইনসান আলী মোল্লার বাড়িতে গরু চুরি করতে যায় একদল চোর। তারা তিনটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় টের পায় বাড়ির মালিকের মা।

Reneta June

এরপর মোবাইল করে প্রতিবেশিদের জানালে স্থানীয় লোকজন জড়ো হয়ে গরু চোরদের ধাওয়া দিয়ে দুইজনকে ধরে গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইলিয়াস ও আব্দুল নামে দুইজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতেই তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ইলিয়াসের মৃত্যু হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এসআই সিরাজুল ইসলাম।

Labaid
BSH
Bellow Post-Green View