জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের দুদাইল নোয়াপাড়া গ্রামে শিপন বেগম (৪০) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত শিপন বেগম ওই এলাকার মোজাম্মেল হোসেনের স্ত্রী।
শনিবার (২৮ মে) ভোর রাতে উপজেলার দুধাইল-নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, মোজ্জামেল হোসেনের স্ত্রী শুক্রবার দিবাগত রাতে তার শয়ন কক্ষে এবং মোজাম্মেল ও তার সন্তানেরা আলাদা আলাদা ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে শয়ন কক্ষের ভিতর ঘুমন্ত অবস্থায় ওই গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়। হঠাৎ করে রাত ৩টার দিকে নিহতের স্বামী-সন্তানের চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসে।
খবর পেয়ে শনিবার ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
স্থানীয়দের ধারণা, জমিজমা সংক্রান্ত জেরের ফায়দা হাসিলের লক্ষ্যে এ হত্যাকাণ্ড হতে পারে।
কালাই থানার অফিসার ইনচার্জ এস এম মঈনউদ্দীন জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন এবং মরদেহের সুতরহাল রিপোর্ট করা হয়েছে। হত্যা রহস্য উদঘাটনে বিভিন্ন তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে এবং ঘটনাস্থলে সিআইডি, ডিবিসহ পুলিশের বিভিন্ন টিম কাজ করছে।