চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

গণপিটুনিতে নিহতদের জীবন রক্ষায় সরকারের ব্যর্থতা কেন অবৈধ নয়: হাইকোর্ট

গণপিটুনিতে নিহতদের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সরকারের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এছাড়া গণপিটুনির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা স্বরাষ্ট্র সচিব ও পুলিশের আইজিকে প্রতিবেদন আকারে আগামি ২৮ নভেম্বরের মধ্যে আদালতকে জানাতে বলা হয়েছে।

রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম রেনুকে হত্যার প্রেক্ষাপটে করা এক রিটের সম্পূরক আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতে সুপ্রিম কোর্টের আইনজীবী রিটকারী ইশরাত হাসান নিজেই শুনানি করেন।

এই রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব, পুলিশের আইজি, ডিএমপি কমিশনারকে বিবাদী করা হয়েছে।

Labaid
BSH
Bellow Post-Green View