খালেদা জিয়ার মুক্তির জন্য আইনি লড়াই চালিয়ে যাবে বিএনপি

খালেদা জিয়ার অনুমতি সাপেক্ষে তার উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নিতে বিএসএমএমইউকে নির্দেশ দিয়েছেন আদালত। সকালে স্বাস্থ্যগত প্রতিবেদন নিয়ে শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। পরে পক্ষে বিপক্ষে স্লোগান দেন আইনজীবীরা। খালেদা জিয়ার আইনজীবীরা বলেছেন তারা আইনি লড়াই চালিয়ে যাবেন। এটর্নি জেনারেল বলেছেন স্বাস্থ্যগত অবস্থা অবনতি হয়েছে তা ঠিক নয় বলে ওই আদেশ দিয়েছেন আপিল বিভাগ।