বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে তার ভাইয়ের করা আবেদনে মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদেরকে আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার ভাইয়ের আবেদনের বিষয়ে আইনি মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।’

আইন মন্ত্রণালয়ের মতামতের বিষয়েসাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনই জানানো সমীচীন হবে না। কারণ এটি একটি গোপন বিষয়। এরপর ফাইলটি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত যাবে। তারপর বিস্তারিত বলা সম্ভব হবে।’
বিজ্ঞাপন
আনিসুল হক জানান, আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো যাবে।
দুর্নীতির দায়ে দুই মামলায় দণ্ডিত হওয়ার পর সরকারের নির্বাহী আদেশে মুক্ত খালেদা জিয়া খালেদা জিয়া রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। বছর দেড়েক আগে তাকে দেওয়া সাময়িক মুক্তির শর্তে বলা হয়েছিল, নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে খালেদাকে এবং তিনি বিদেশে যেতে পারবেন না।
বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে গত ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। পরে তার চিকিৎসকরা জানান, অভ্যন্তরীণ রক্তক্ষরণসহ লিভার সিরোসিসে ভুগছেন বিএনপির এ শীর্ষ নেতা।