খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের নিরাপদ খাদ্যের জন্য যা প্রয়োজন তাই করা হবে। জাতীয় নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, খাদ্যে ভেজাল রোধে সচেতনতা বাড়ানোর সাথে কঠোর হওয়ার পরামর্শ দেন।
দেশের মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যেমন চ্যালেঞ্জ তেমনি স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ খাদ্যের অধিকার নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ।
‘টেকসই উন্নয়ন সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ’ এমন প্রতিপাদ্যে এ বছর জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন হচ্ছে। অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

খাদ্যে ভেজাল রোধে সচেতনতা বাড়ানোর সঙ্গে কঠোর হতেও বলেন প্রধানমন্ত্রী।
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিভাগীয় পর্যায় পর্যন্ত পরীক্ষাগার সুবিধা বাড়ানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
