দেশে খাদ্যের যথেষ্ট মজুদ আছে জানিয়ে কাউকে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
মঙ্গলবার তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য দেশে প্রচুর মজুদ আছে। আমাদের খাদ্যের কোনো ঘাটতি নেই। এমনকি দেশের বাইরে রপ্তানি করার মতো চাউলও মজুদ আছে। কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি না করেন।
তিনি জনগণকে আহ্বান করে বলেন, যেহেতু খাদ্যের ঘাটতি নেই, তাই অতিমাত্রায় ক্রয় করে কৃত্রিম সংকট তৈরি করার মতো পরিবেশ সৃষ্টি করবেন না। এটা আপনাদের প্রতি আমার আহ্বান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সবকিছু তদারকি করছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা প্রত্যেকেই করোনা মোকাবিলায় কাজ করছি। আপনারা সচেতন থাকুন। ব্যক্তি পর্যায়ে সচেতন না হলে এই ভাইরাস মোকাবিলা করা কঠিন হবে। তাই আপনারা যার যার স্থান থেকে সচেতন থাকুন। ইনশাল্লাহ আমরা করোনা ভাইরাস মোকাবিলা করতে পারবো।

এসময় তিনি কোনো ধরনের গুজবে কান না দিয়ে সব সময় রেডিও, টেলিভিশন, অনলাইনে সারাবিশ্বের সংবাদ খবরা খবর রাখার আহ্বান জানান।
