চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

খাগড়াছড়িতে ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা

খাগড়াছড়ির রামগড়ে ওমর ফারুক (২৫) নামে ছাত্রদলের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাতে উপজেলার কালাডেবা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

Bkash July

নিহত ওমর ফারুক রামগড় সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

তার পিতা আলী নেওয়াজ জানান, ওমর ফারুক কয়েক দিন আগে বাড়িতে আসে। শনিবার রাত ১১টায় কালাডেবা বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে ফেলে যায়।

Reneta June

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রামগড় হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সোয়া ২টার দিকে তার মৃত্যু  হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে এখনো কেউ মামলা করেনি।

Labaid
BSH
Bellow Post-Green View