
চেলসিতে ভালো নেই, কোচের ফর্মেশনও পছন্দ না, সবচেয়ে জরুরি ছাড়তে চান ব্লুজ ডেরা— ইতালির গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমন বলে বিতর্কে জড়িয়েছিলেন রোমেলু লুকাকু। বোমা ফাটানো সেই ‘বোকামোর’ খেসারতও গুনতে হয়েছে বেলজিয়াম স্ট্রাইকারকে।
কোচের বিরাগভাজন হয়ে বাদ পড়েছেন লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে। কোচ থমাস টুখেলের পরিকল্পনায় ভবিষ্যৎ নিয়েও জেগেছিল শঙ্কা। অবশ্য ক্ষমা চাওয়ায় লুকাকুর মাথার বোঝাটা নেমে গেছে। চেলসি বসের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত নিয়েছেন, লন্ডনের ক্লাবটিতেই খেলবেন।
কোচ টুখেলও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ব্যাপারটা সম্পূর্ণ স্বাভাবিক আছে চেলসিতে। বলেছেন এখানে আবারও মানিয়ে নিতে পারবেন লুকাকু, ‘সাক্ষাৎকারের আগে, আমার কখনোই এতটুকু সন্দেহ ছিল না যে, তিনি প্রতিশ্রুতিবদ্ধ নন। কারণ মাঠে, মাঠের বাইরে এবং ব্যক্তিগত জীবনে তার কাজগুলি এমন প্রকাশ করত না।’
‘বিশৃঙ্খলা দূর করতে আমাদের হাতে যথেষ্ট সময় আছে। তিনি খুব সচেতন। যা ঘটেছে, যে অবস্থা সৃষ্টি করেছেন, তা সমাধান করতে তিনি দায়িত্বশীল।’

‘আমরা বিষয়টির ব্যাকগ্রাউন্ডে খুশি ছিলাম। এটি দেখতে এবং শান্তভাবে কথা বলতে সময় নিয়েছি, তিনি ক্ষমা চেয়েছে। ইতিমধ্যে ট্রেনিংয়ের জন্য দলের সঙ্গে যোগও দিয়েছেন।’
নিজের সঙ্গে ক্লাবের ‘গরম’ পরিস্থিতির সমাধান টানতে কোচ টুখেলের সঙ্গে আলোচনায় বসেছিলেন লুকাকু। সোমবারের সে আলোচনা বেশ ফলপ্রসূ হয়েছে। আলোচনা শেষে অনুশীলনের সময়েও নাকি প্রাণবন্ত ছিলেন।
কোভিড এবং চোট মিলিয়ে চেলসিতে এখনও ব্রাত্য রোমেলু লুকাকু। নিজেকে যখন হারিয়ে খুঁজছিলেন তখন মেতেছিলেন ইন্টার মিলানের বন্দনায়। সাবেক ক্লাবের সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছিলেন। বর্তমান ক্লাব কোচের সমালোচনায়ও রাখেননি কোনোরকম রাখঢাক। লুকাকুর এমন আচরণে বিরক্ত হয়েছিলেন টুখেল।
সাক্ষাৎকারটি ভালোভাবে নেননি চেলসি বস। লুকাকুকে শাস্তি দিয়েছেন হাতেনাতেই। তার বক্তব্যে ক্ষোভ উগরে জানিয়েছিলেন, সাধারণের মাঝে বেলজিয়ান স্ট্রাইকারের এমন বক্তব্য ‘খুব ভালো কিছু’ বয়ে আনবে না। অবশ্য দুপক্ষ সমঝোতায় এসেছেন। আবারও টুখেলের অধীনেই খেলবেন লুকাকু।
চেলসি স্ট্রাইকার নিজের ভুল শুধরে ফিরলেও তার সমালোচনায় মেতেছে ক্লাবটির সমর্থকরা। এখন দেখার পরে একাদশে ফিরলে ব্লুজ সমর্থকরা তাকে কীভাবে গ্রহণ করেন।