চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ক্ষতি পোষাতে আর্থিক সহায়তা চান দোকান মালিকরা

করোনাভাইরাসের কারণে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন দাবি করে প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন দোকান মালিকরা।

বুধবার বাংলাদেশ দোকান মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সহায়তা চাওয়া হয়।

এতে বলা হয়, ‘যেসব ব্যবসায়ীর ঋণ রয়েছে এবং যারা ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না, সেই ঋণের কিস্তি পরিশোধের জন্য ৬ মাস সময় দেয়ার অনুরোধ জানাচ্ছি।’

চক্রবৃদ্ধি হারে সুদ না নেয়ার জন্য আহ্বান জানিয়ে সংগঠনটি বলছে, ‘ইতিপূর্বে কোনো দুর্যোগকালীন বাংলাদেশ দোকান মালিক সমিতি কোনো প্রকার সাহায্য, প্রণোদনা বা আর্থিক সাহায্যের জন্য সরকারের কাছে আবেদন জানায়নি। শুধু ২০১৩ সালের মে মাসে হেফাজতে ইসলামের সমাবেশের সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বায়তুল মোকাররমের ৩৩৩ জন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী স্বপ্রণোদিত হয়ে ৫০ হাজার টাকা করে প্রণোদনা দিয়েছিলেন। যা বাংলাদেশ দোকান মালিক সমিতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করে।’

‘‘বর্তমানে করোনাভাইরাসের কারণে ব্যাপক আর্থিক ক্ষতির মুখোমুখি দাঁড়িয়েছে ব্যবসায়ীরা। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর নিকট আর্থিক সহযোগিতা কামনা করছি।’’

Labaid
BSH
Bellow Post-Green View