নেইমারের অভাব ঘোচাতে অনেক আশা নিয়ে ১৬০ মিলিয়ন ইউরোয় লিভারপুল থেকে ফিলিপে কৌতিনহোকে উড়িয়ে এনেছিল বার্সেলোনা। সেই কৌতিনহো ন্যু ক্যাম্পে টিকতে পেরেছেন দেড় মৌসুম, এখন ধারে খেলছেন বায়ার্ন মিউনিখে। সম্ভাবনাময় ব্রাজিলিয়ান তারকার স্পেনে নিষ্প্রভতার কারণ হিসেবে বার্সা অধিনায়ক লিওনেল মেসিকে দুষছেন সাবেক মিডফিল্ডার রোনাল্ড ডি বোর।
ডি বোরের মতে, মেসির খেলার ধরনের সঙ্গে মিলে যাওয়ায় ন্যু ক্যাম্পে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ২৭ বছর বয়সী তারকা, ‘কৌতিনহো এমন একজন খেলোয়াড় যাকে সবাই চায়, লিভারপুলে প্রতিটা বলের পেছনে সে থাকতো।’
‘তবে মেসি যেমনটা বার্সায় খেলে, তেমনটা সে খেলতে পারেনি। মেশিনের মতো সব মিলে গেলে তবেই না খেলা ঠিকঠাক মতো হয়।’
‘একজন যদি একটু খারাপ খেলে তাহলে বাকিরা সেটা পুষিয়ে দিতে পারে। কিন্তু একই পজিশনের দুই খেলোয়াড় যখন একই সময়ে বলের জন্য ছোটাছুটি করে, তখন দল এমনি দুর্বল হয়ে পড়ে। আমার মনে হয় আমরা বার্সাতে এই খেলাটা দেখেছি। আর এটা মেসির কারণেই হয়েছে।’
‘তাই বলে কৌতিনহো মোটেও খারাপ খেলোয়াড় না। কেউ যদি বার্সায় ভালো না করতে পারে, তার মানে এই না যে সে খারাপ খেলোয়াড়!’