চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কৌতিনহোকে পেতে রবার্ট ব্রুসের পথে বার্সা

KSRM

নেইমারের অভাব ঘোঁচাতে তারই জাতীয় দল সতীর্থ ফিলিপে কৌতিনহোকে দলে নিতে মরিয়া বার্সেলোনা। তবে এই ব্রাজিলিয়ানকে দলে টানতে বার্সার চেষ্টা রবার্ট ব্রুসের সাতবারের যুদ্ধ জয়ের চেষ্টাকেই মনে করিয়ে দিচ্ছে।

তিনবার লিভারপুলের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পরও কৌতিনহোর জন্য চতুর্থবারের মতো দরদামের প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা। দলবদলের বাজার বন্ধ হওয়ার আগে তাদের শেষ চেষ্টায় দাম হাঁকানো অর্থের পরিমাণ ১৩৮ মিলিয়ন ইউরো বলে জানাচ্ছে ব্রিটিশ গণমাধ্যম।

Bkash July

ব্রিটিশ চ্যানেল স্কাই স্পোর্টসের খবর, গ্রীষ্মকালীন দলবদলের দরজা বন্ধ হওয়ার আগেই কৌতিনহোর বিষয়ে একটি পদক্ষেপ গ্রহণে আশাবাদ প্রকাশ করছে বার্সেলোনা। এবার ১০১ মিলিয়ন ইউরোর সঙ্গে বাড়তি ৩৭ মিলিয়ন বোনাস জুড়ে দিয়ে ব্রাজিলিয়ানকে দলে নিতে চাইছে কাতালানরা।

স্পেনের একটি সূত্রের বরাতে স্কাই স্পোর্টসের নিউজে বলা হয়েছে, কৌতিনহো লিভারপুল ছাড়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন না।

Reneta June

সূত্রটি আরও জানিয়েছে, কৌতিনহোর ব্যাপারে বার্সার আশা ছেড়ে দেওয়ার সংবাদ সম্পূর্ণ মিথ্যা। এখনও সবকিছু আলোচনার টেবিলে রয়েছে এবং তারা কৌতিনহোকে পাওয়ার যুদ্ধে কখনোই ক্ষান্ত দেবে না।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View