চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কোহলির গ্রেপ্তার চেয়ে পিটিশন

বিরাট কোহলির গ্রেপ্তার চেয়ে মাদ্রাজ হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন চেন্নাইয়ের এক আইনজীবী। অভিযোগ, অনলাইন জুয়ায় তরুণদের উৎসাহ দেয়া।

ভারত দলের অধিনায়কের সঙ্গে গ্রেপ্তার চাওয়া হয়েছে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ারও। আসছে মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছেন মাদ্রাজ আদালত।

Bkash July

অভিযোগকারী আইনজীবী অনলাইন জুয়ার নানা অ্যাপ বন্ধ ও একেবারে নিষিদ্ধ করতে আদালতের কাছে নির্দেশনা প্রার্থনা করেছেন।

পিটিশনে লেখা হয়েছে, কোহলি এবং তামান্নাদের তারকাখ্যাতি কাজে লাগিয়ে অনলাইনে জুয়ার পসরা সাজিয়ে বসেছে কোম্পানিগুলো। যা যুব সমাজকে চরমমাত্রায় বিপথগামী করছে। সুতরাং, ক্রিকেট-বলিউডের এ দুই তারকাতে তরুণদের জুয়ায় জড়াতে প্রভাবিত করার দায়ে গ্রেপ্তার করা উচিত।

Reneta June

অনলাইন জুয়ায় আসক্তি, ক্ষতিগ্রস্ত ও আত্মহত্যা করা এক তরুণের উদাহরণ সংযুক্ত করা হয়েছে পিটিশনে। তামিলনাড়ুতে তরুণদের আত্মহত্যা বেড়ে যাওয়ার হারের কথাও উল্লেখ করা হয়েছে।

Labaid
BSH
Bellow Post-Green View